নিজের প্রান বাঁচানোর জন্যে বাংলাদেশে পালিয়ে এসেও বাঁচতে পারলো না এক রোহিঙ্গা। একেই বলে অভাগা কপাল । জম্নই যাদের আজম্ন পাপ। এই কেমন নিয়ম বিধাতার।


নিজের প্রান বাঁচানোর জন্যে বাংলাদেশে পালিয়ে এসেও বাঁচতে পারলো না এক রোহিঙ্গা। একেই বলে অভাগা কপাল । জম্নই যাদের আজম্ন পাপ। এই কেমন নিয়ম বিধাতার।



নিজ দেশে প্রতিনিয়ত চোখের সামনে মা বোনদের ধর্ষনের দৃশ্য দেখতে হয়। রাক্ষসী সুচি আর রাক্ষস মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে যখন প্রান বাঁচানোর জন্যে অন্য দেশে আশ্রয়ের জন্যে বাংলাদেশে এসে আশ্রয় নেয় ঠিক তখনেই চুরির অপরাধে প্রান দিতে হলো এক মিয়ানমার যুবককে। আর তা নিজে দেশে নয় । আশ্রয় নেওয়া বাংলাদেশে। বিশ্ব বিবেক যখন মুখে তালা বন্ধ করে আছে ঠিক তখনি স্বার্থে হোক আর নি:স্বার্থ ভাবে হোক বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দেয় মিয়ানমারের রোহিঙ্গা দের। কিন্তু কপাল খারাপ এই রোহিঙ্গার । চুরির অপরাধে নির্মম ভাবে হত্যা করা হয় এই যুবককে । গাছের সাথে বেঁধে ,কিল ঘুষি মেরে প্রানে মেরে ফেলা হলো এই যুবককে। আজ আমি এর জন্যে দায়ি করবো বিশ্বের বিবেক বান স্বার্থবাজ নেতাদের । যাদের চোখের সামনে এই ভাবে প্রতিনিয়ত হত্যা করা হয় সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষকে। অথচ তারা দেখে ও না দেখার ভান করে ঐ রাক্ষসী সুচিকে সাপোর্ট করে যাচ্ছে।

One Rohingya could not survive even after fleeing to Bangladesh to save his life. This is called fortunate forehead. Only those whose sin is unlimited. This is the rule of law. In front of their eyes, mother sisters have to see the rape scene in front of their mother. When a staunch Sukhi and a monster took refuge in Bangladesh for shelter in other countries to save lives in the oppression of the Myanmar army, a Burmese youth was forced to steal after theft. And it is not in the country itself. In shelter in Bangladesh Bangladesh's Prime Minister Sheikh Hasina has given shelter to Rohingyas of Myanmar, whether it is in the interest or in the interest of the world conscience, when it is closed in the face. But this bad Rohingya is bad. This young man was brutally murdered for his theft. Tied with a tree, killed a man with a pole and killed this young man Today I will be responsible for the conscience leaders of the world. Those who are constantly killed in this way before the eyes of the creator's best creatures But they have been able to support that monk's suit by pretending to see or not.

No comments

Social Icons

Featured Posts

Sample text

Sample Text

ad

ad

ad

http://livenewsbangladesh.blogspot.com/. Theme images by Bim. Powered by Blogger.