নামাজ পারে মানুষকে ভাল পথে নিতে ।
নামাজ পারে মানুষকে ভাল পথে নিতে ।
এবারও লোকটি পা পিছলে পড়ে গেলো । আবার বাড়িতে গেল এবং পোষাক পাল্টিয়ে মসজিদ এর দিকে রওয়ানা হলো ্। এবার আর পা পিছলে পড়লো না। দেখলো পথিমধ্যে একলোক হারিকেন নিয়ে এগিয়ে এলো ্। তার সাথে সাথে এবার লোকটি মসজিদে গিয়ে উঠলো। মসজিদে যাওয়ার পর লোকটি যেলোকটি হারিকেননিয়ে এসেছিল ,তাকে বললো ভাই নামাজ পড়ে যান। কিন্তু লোকটি নামাজ পড়লো না। এবার কাঁধায় পড়ে যাওয়ালোকটি বললো ,ভাই আপনি কে?লোকটি বললো ,আমি শয়তান। লোকটি আৎকে উঠলো ।বললো আপনি তো শয়তান আপনি কেন আামার জন্য হারিকেন নিয়ে েএলেন। এবার শয়তান আসল কথা খুলে বললো আপনি যখণ প্রথমে পড়ে যান ,তখণ আল্লাহপাক আপনার সমস্ত গুনাহ মাপ করে দেন । তার পর দেখলাম আপনি যখণ দ্বিতীয়বার পড়ে যান তখণ আল্লাহপাক আপনার পরিবারের সমস্ত গুনাহ মাফ করে দেন।এবার আর আমি আপনাকে কাদাতে ফেলে দিইনি । এবার আমি আপনার জন্য বাতি নিয়ে এলাম । কারন এবার যদি আমি আপনাকে পেলে দিই তাহলে আল্লাহ পাক আপনার পুরো গ্রামের মানুষকে মাপ করে দিবে ।তাই তাড়াতাড়ি হারিকেন নিয়ে এলাম।
No comments
Post a Comment