ঘুর্নিঝড় মোরার আঘাতে প্রচন্ড ভাবে লন্ডভন্ড কক্সবাজার ও সেন্টমার্টিন ।live streaming news onlin
ঘুর্নিঝড় মোরার আঘাতে প্রচন্ড ভাবে লন্ডভন্ড কক্সবাজার ও সেন্টমার্টিন ।
আজ সকালে ঘুুর্নিঝড় মোরার আঘাতে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্থ কক্সবাজার ও সেন্টমার্টিন।ঝড়ে সেন্টমাটিনের প্রায় ২শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।আজ ভোর ৬টার দিকে ঘুর্নিঝড় মোরা আক্রমন করেছে।ঝড়ের গতি ছিল ৯০-১০০কি:মি:।ঝড়ের আঘাতে প্রায় ৫০-৬০ভাগ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। অগনিত গাছ পালাও ভেঙ্গে গিয়েছে।
ঘুর্নিঝড় মোরার আঘাতে প্রচন্ড ভাবে লন্ডভ কক্সবাজার ও সেন্টমার্টিন-livenewsbangladesh |
No comments
Post a Comment