মারাত্নক ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ২২রানে ৬ উইকেটের পতন।live streaming news online
মারাত্নক ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ২২রানে ৬ উইকেটের পতন।
বাংলাদেশের ব্যাটিং শিক্ষা বুঝি আর হলো না। একটু ভালো খেললে আবার খারাপ খেলে বেশির ভাগ সময়ে।যেখানে প্রস্তুতি ম্যাচে ৩০০রানের পাহাড়ে পৌছেছিল সেখানে আজ ৭ উইকেট দিয়ে দিলো ৫০ রান করার আগেই।এই হলো অবস্থা বাংলাদেশের । ১১রান দিয়েই প্রথমে ৩ উইকেট খুয়েছিল বাংলাদেশ। তারপর ৬ উইকেট দিয়ে মাত্র ২২ রান নেয় বাংলাদেশ। ভারত ৭ উইকেট এ ৩২৪ রান নিয়ে ৩২৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশের দিকে।সে জায়গায় বাংলাদেশ ৭ উইকেট দিয়ে এখণ পর্যন্ত ৫২ রান করে মাত্র ১৪ ওভারে।
![]() |
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ-livenewsbangladesh |
বাংলাদেশের ব্যাটিং শিক্ষা বুঝি আর হলো না। একটু ভালো খেললে আবার খারাপ খেলে বেশির ভাগ সময়ে।যেখানে প্রস্তুতি ম্যাচে ৩০০রানের পাহাড়ে পৌছেছিল সেখানে আজ ৭ উইকেট দিয়ে দিলো ৫০ রান করার আগেই।এই হলো অবস্থা বাংলাদেশের । ১১রান দিয়েই প্রথমে ৩ উইকেট খুয়েছিল বাংলাদেশ। তারপর ৬ উইকেট দিয়ে মাত্র ২২ রান নেয় বাংলাদেশ। ভারত ৭ উইকেট এ ৩২৪ রান নিয়ে ৩২৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশের দিকে।সে জায়গায় বাংলাদেশ ৭ উইকেট দিয়ে এখণ পর্যন্ত ৫২ রান করে মাত্র ১৪ ওভারে।
No comments
Post a Comment