এসএসসিতে মা -ছেলের যুদ্ধের ছেলের হার ।live streaming news online
এসএসসিতে মা -ছেলের যুদ্ধের ছেলের হার ।
এসএসসিতে মা -ছেলের যুদ্ধের ছেলের হার(live streaming news online) |
নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিবপুর গ্রামের দেবব্রুত রায়ের স্ত্রী মলি রানী এবং ছেলে মৃম্নয় কুমা র রায় কারীগরি শিক্ষা বোর্ডের অধিনে একসাথে পরীক্ষা দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন । তারা একসাথে পরীক্ষা দিলেও মা মলি রানী ছেলে মৃম্নয় কুমারকে টপকে যান। মলি রানী পান জিপিএ ৪.৫৩ আর ছেলে পান ৪.৪৩ । অবশ্যে মা এবং ছেলে পরষ্পরকে মিষ্টি খাইয়ে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নেন।দীর্ঘ ৩৫ বছর বয়সে মা মলি রানী এই এসএসসি পরীক্ষা পাশ করেন । ছেলের সাথে পরীক্ষা দিতে তার লজ্জা লেগেছিলো বটে তবে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ তার এই লজ্জা তাকে দমাতে পারেনি।
No comments
Post a Comment