এসএসসিতে মা -ছেলের যুদ্ধের ছেলের হার ।live streaming news online

এসএসসিতে মা -ছেলের যুদ্ধের ছেলের হার ।







এসএসসিতে মা -ছেলের যুদ্ধের ছেলের হার(live streaming news online)


নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিবপুর গ্রামের দেবব্রুত রায়ের স্ত্রী মলি রানী এবং ছেলে মৃম্নয় কুমা র  রায় কারীগরি শিক্ষা বোর্ডের অধিনে  একসাথে পরীক্ষা দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন । তারা একসাথে পরীক্ষা দিলেও মা মলি রানী ছেলে মৃম্নয় কুমারকে টপকে যান। মলি রানী পান জিপিএ ৪.৫৩  আর ছেলে পান ৪.৪৩ । অবশ্যে মা এবং ছেলে পরষ্পরকে মিষ্টি খাইয়ে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নেন।দীর্ঘ ৩৫ বছর বয়সে মা মলি রানী এই এসএসসি পরীক্ষা পাশ করেন । ছেলের সাথে পরীক্ষা দিতে তার লজ্জা লেগেছিলো বটে তবে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ তার এই লজ্জা তাকে দমাতে পারেনি।

No comments

Social Icons

Featured Posts

Sample text

Sample Text

ad

ad

ad

http://livenewsbangladesh.blogspot.com/. Theme images by Bim. Powered by Blogger.