মাধ্যমিকের ফলাফল প্রকাশ ।পাশের হার ৮০.৩৫ শতাংশ live streaming news online
মাধ্যমিকের ফলাফল প্রকাশ ।পাশের হার ৮০.৩৫ শতাংশ
ssc result(live streaming news online) |
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে।এই বছরে ১০ টি শিক্ষা বোর্ডের মাধ্যমিকে সম্মিলিত পাশের হার ৮০.৩৫ শতাংশ।জিপিএ পাঁচ পেয়েছে ১লক্ষ ৪ হাজার সাত শত একষট্রি জন।বৃহষ্পতি বার সকালে গনভবনে প্রধানমন্ত্রী শেখহাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রি নাহিদ।তবে এই বছর ছেলেদের তুলনায় মেয়েরা ভাল রেজাল্ট করেছে। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৮.৮৫ শতাংশ বেশি।
No comments
Post a Comment