ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান মি: আরাস্ত খান।live streaming news online
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান মি: আরাস্ত খান(live streaming news online) |
মিঃ আরাস্ত খান, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর নতুন চেয়ারম্যান।আরাস্ত খান এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লি: এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । তিনি বাংলাদেশ সরকারের কর্মপরিকল্পনা কমিশনের সদস্য় হিসেবে দায়িত্ব পালন করেন ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৈএমএসএস ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রর হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন ।তিনি ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার এক সম্ভ্রানত্ মুসলিম পরিবারে জম্নগ্রহন করেন ।
No comments
Post a Comment