চালের বাজারে আগুন। মাননীয় প্রধানমন্ত্রী কি আমাদের এই আগুন থেকে বাঁচাবেন?live streaming news online
চালের বাজারে আগুন। মাননীয় প্রধানমন্ত্রী কি আমাদের এই আগুন থেকে বাঁচাবেন?
চালের বাজারে আগুন(live streaming news online) |
রোজার আগেই চালের বাজারে আগুন লেগেছে। যা আমাদের মত গরীবদের জন্যে অনেক বড় টেনশনের ব্যাপার । অসৎ ব্যাবসায়ীদের হাত থেকে আমাদের বাঁচানোর জন্যে আমরা মাননীয় প্রধান মন্ত্রীর সাহায্য কামনা করছি। অসৎ ব্যাবসায়ীরা অজুহাত দেখাচ্ছে রোজার আগেই চালের দাম বাড়ানোর জন্যে দেশের নানা অঞ্চলের বন্যার প্রকোপকে দায়ী করছে।অথচ তাদের এই অজুহাত যক্তিহীন । কোন ক্রমেই বন্যার কারনে চালের দাম বাড়ানোর কোন যুক্তিই দেখচিনা। এটা অসৎ ব্যাবসায়ীদের যোগসাজস।মোটামুটিধরনের যে চাল গত সপ্তাহে ১৯৫০ টাকা বিক্রি হয়েছে আজ সে চাল ২৩৫০ টাকা। মোটা চালের দাম কেজিতে ২ টাকা করে বেড়েছে এবং বস্তা প্রতি ১০০/- করে বেড়েছে। এই ভাবে বাড়তে থাকলে গরীব মানুষেরা না খেয়ে থাকবে এবং অচিরেই দুর্ভিক্ষ দেখা দিবে । তাই মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি যারা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক।
No comments
Post a Comment