ইচ্ছার বিরুদ্ধে চুমু!জরিমানা ২০০০০টাকা । কিন্তু টাকা নিতে নারাজ কিশোরী। দাবীকরলো যা তা শুনলে অবাক হবেন!live streaming news online
ইচ্ছার বিরুদ্ধে চুমু!জরিমানা ২০০০০টাকা। কিন্তু টাকা নিতে নারাজ কিশোরী।দাবীকরলো যা তা শুনলে অবাক হবেন!
ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসারাই জেলায়।গ্রামের সালিশে চুমু দেওয়া যুবকের জরিমানা হলো ৫০০০০টাকা। টাকা দিতে যুবক রাজি হলে ও টাকা নিতে অস্বীকার করে ঐ কিশোরী। সবাই চমকে যায় । হঠাৎ করে কিশোরী দাবী করে সে অভিযুক্তকারীকে বিয়ে করবে। ঘটনা টা হলো কিশোরী কে রাস্তায় একা পেয়ে অভিযুক্তকারী যাার নাম মোহাম্মদ ইরশাদ । সে কিশোরীর দুই গালে দুটো চুমো দেয় । এতে কিশোরী ক্ষ্রীপ্ত হয়ে পরিবারকে জানায়। তার পর কিশোরীর পরিবার গ্রামের বিচারের জন্যে সালিশ বসায় । সেখানেই যুবকের জরিমানা হয়। জরিমানা দিতে রাজি হলেও কিশোরী টাকা নিতে অস্বিকার করে এবং সে ঐ যুবককে বিয়ের প্রস্তাব দেয়। এটা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
ইচ্ছার বিরুদ্ধে চুমু!জরিমানা ২০০০০টাকা(live streaming news online) |
ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসারাই জেলায়।গ্রামের সালিশে চুমু দেওয়া যুবকের জরিমানা হলো ৫০০০০টাকা। টাকা দিতে যুবক রাজি হলে ও টাকা নিতে অস্বীকার করে ঐ কিশোরী। সবাই চমকে যায় । হঠাৎ করে কিশোরী দাবী করে সে অভিযুক্তকারীকে বিয়ে করবে। ঘটনা টা হলো কিশোরী কে রাস্তায় একা পেয়ে অভিযুক্তকারী যাার নাম মোহাম্মদ ইরশাদ । সে কিশোরীর দুই গালে দুটো চুমো দেয় । এতে কিশোরী ক্ষ্রীপ্ত হয়ে পরিবারকে জানায়। তার পর কিশোরীর পরিবার গ্রামের বিচারের জন্যে সালিশ বসায় । সেখানেই যুবকের জরিমানা হয়। জরিমানা দিতে রাজি হলেও কিশোরী টাকা নিতে অস্বিকার করে এবং সে ঐ যুবককে বিয়ের প্রস্তাব দেয়। এটা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
No comments
Post a Comment