বঙ্গবন্ধুর বাংলাদেশে সাধারন মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারলেই বঙ্গবন্ধু বেহশতে শান্তি পান।-প্রধানমন্ত্রীlive streaming news online
বঙ্গবন্ধুর বাংলাদেশে সাধারন মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারলেই বঙ্গবন্ধু বেহশতে শান্তি পান।-প্রধানমন্ত্রী
![]() |
মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারলেই বঙ্গবন্ধু বেহশতে শান্তি পান-live news bangladesh |
প্রধানমন্ত্রী শেখহাসিনা রোববার সকালে কারামুক্তি দিবস উপলক্ষ্য দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এর এক ফাঁকে বলেছেন.এই দেশের মানুষ পেট ভরে দুই বেলা ভাত খেতে পারলেই বঙ্গবন্ধু বেহস্তে শান্তি পান।প্রধানমন্ত্রী আরো বলেন ,আওয়ামিলীগ উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে .আওয়ামিলীগ ক্ষমতায় এলেই দেশের মানুষ শান্তি পায়। তারা নিশ্চিন্তে দুিই বেলা পেট ভরে ভাত খেতে পায়।তিনি আরো বলেন.বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দরিদ্রমুক্ত দেশ গড়া ,আমরা সেইলক্ষ্যেই এগিয়ে যাাচ্ছি।
No comments
Post a Comment