ঈদের ছুটি একসপ্তাহ বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে।live streaming news online
ঈদের ছুটি একসপ্তাহ বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে।
সংবাদ টি শুনে যে কেহ বিস্মিত হবেন । অবাক করা সংবাদ হলেও ঘটনাটি সত্য । সৌদিআরবে এবার ঈদের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে। সৌদিআরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ এই বিশেষ ছুটি দিয়েছেন।এর আগে সৌদিতে ঈদের ছুটি ছিল ১৭ দিন।সৌদি সময় অনুযায়ী এই ছুটি ১৫ জুলাই শুরু হয়ে ২ জুলাই শেষ হওয়ার কথা আর এখন একসপ্তাহ বাড়ানোয় এই ছুটি শেষ হবে ৯ জুলাই।এই সূত্র দেশটির সরকারী বার্তা এএসপিএ গত কাল বুধবার জানায়।
![]() |
ঈদের ছুটি একসপ্তাহ বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে-livenewsbangladesh |
সংবাদ টি শুনে যে কেহ বিস্মিত হবেন । অবাক করা সংবাদ হলেও ঘটনাটি সত্য । সৌদিআরবে এবার ঈদের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে। সৌদিআরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ এই বিশেষ ছুটি দিয়েছেন।এর আগে সৌদিতে ঈদের ছুটি ছিল ১৭ দিন।সৌদি সময় অনুযায়ী এই ছুটি ১৫ জুলাই শুরু হয়ে ২ জুলাই শেষ হওয়ার কথা আর এখন একসপ্তাহ বাড়ানোয় এই ছুটি শেষ হবে ৯ জুলাই।এই সূত্র দেশটির সরকারী বার্তা এএসপিএ গত কাল বুধবার জানায়।
No comments
Post a Comment