এতিম, আলেমদের দু:খ বুঝে তাদের মুখে ইফতার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।live streaming news online
এতিম, আলেমদের দু:খ বুঝে তাদের মুখে ইফতার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার প্রধানমন্ত্রী তার বাসবভন গনভবনে ইফতার করান এতিম,আলেম ,প্রতিবন্ধী শিশু ও যু্দ্ধাহত মুক্তিযোদ্ধাদের । ইফতার শুরুর প্রায় ২৬ মিনিট আগে প্রধানমন্ত্রী মাহফিলস্থলে চলে আসেন।
এসেই তিনি পরম মমতায় এতিমদের কাছে টেনে নেন।তাদের খোঁজ খবর নেন।ইফতার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাতাদের কষ্টের কথা শুনেন। এতিমরাও প্রধান মন্ত্রী কে কাছে পেয়ে খুবেই খুশি হয়। তাদের চোখের দিকে তাকালেই বুঝা যায় তারা কতটা খুশি হয়। ইফতার আরম্ভ হওয়ার আগে দেশ ও মানুষের সমৃদ্ধ কামন া করে বিশেষ দোয়া করা হয়।মোনাজাতে আরও দোয় া করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৫ আগষ্টের সকল শহীদের জন্যে।
ইফতার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-livenewsbangladsh |
আজ শনিবার প্রধানমন্ত্রী তার বাসবভন গনভবনে ইফতার করান এতিম,আলেম ,প্রতিবন্ধী শিশু ও যু্দ্ধাহত মুক্তিযোদ্ধাদের । ইফতার শুরুর প্রায় ২৬ মিনিট আগে প্রধানমন্ত্রী মাহফিলস্থলে চলে আসেন।
এসেই তিনি পরম মমতায় এতিমদের কাছে টেনে নেন।তাদের খোঁজ খবর নেন।ইফতার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাতাদের কষ্টের কথা শুনেন। এতিমরাও প্রধান মন্ত্রী কে কাছে পেয়ে খুবেই খুশি হয়। তাদের চোখের দিকে তাকালেই বুঝা যায় তারা কতটা খুশি হয়। ইফতার আরম্ভ হওয়ার আগে দেশ ও মানুষের সমৃদ্ধ কামন া করে বিশেষ দোয়া করা হয়।মোনাজাতে আরও দোয় া করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৫ আগষ্টের সকল শহীদের জন্যে।
No comments
Post a Comment