মওদুদ এর কান্না দেখে আকাশ -বাতাস ও কাঁদল।অবশেষে উচ্ছেদের পর বাড়ীটি তালা মারা হলো।live streaming news onloine
মওদুদ এর কান্না দেখে আকাশ -বাতাস ও কাঁদল।অবশেষে উচ্ছেদের পর বাড়ীটি তালামারা হলো।
![]() |
মওদুদ এর কান্না দেখে আকাশ -বাতাস ও কাঁদল-livenewsbangladesh |
বিএনপির স্থায়ি কমিটির সদস্য মওদুদ আহম্মেদ কে উচ্ছেদের পর গুলশানের বাড়িটি রাজউক বুঝে নিয়েছে। তার পর তারা বাড়িটিতে তালা মেরে দিয়েছে।যে যত কথাই বলুক না কেন ?আমার দৃষ্টিতে ৩৬ বছর বাস করা একজন লোককে বের করে দেওয়া কোন মতেই রাজউকের উচিত হয়নি।মওদুদের চোখে মুখে কান্নার চাপ । এইটা যে কেহ বিশ্বাস করবে একজন লোককে উচ্চেদ করার সময় সে কতটুকু আহত হতে পারে । তারা কান্না একমাত্র আল্লাহ ছাড়া আর কেহ দেখেনা।
আইনের সাথে লড়াই করতে করতে অবশেষে হেরে যাওয়া গুলশানের ২নম্বার এর ১৫৯ নম্বার বাড়িটি গতকাল বুধবার ছাড়তে হলো ব্যারিষ্টার মওদুদ আহম্মেদকে।বাড়িটির চারপাশে পুলিশের নিরাপত্তার দায়িত্বে পালন করতেছে পুলিশ।
No comments
Post a Comment