নিজেকে আলোচনায় আনার জন্যেই নিপুনের এমন বক্তব্য-শাকিব খান|live streaming news online
নিজেকে আলোচনায় আনার জন্যেই নিপুনের এমন বক্তব্য-শাকিব খান
সম্প্রতি শাকিব খান বেসরকারী চ্যানেল টুয়েন্টি ফোর এ একটি সাক্ষাতকার দেন । আর ঐ সাক্ষাত কারে শাকিবখান বাংলাদেশের নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন । তারই পরিপ্রেক্ষিতে 3rd class নায়িকা নিপুন তার ফেসবুক একটি হাস্যকর স্ট্যাটাস দিয়ে আলোচনার শীর্ষে উঠেন। সবাই এক বাকে ্য এখন নিপুন কে চেনে। সে স্ট্যাটাস সম্পর্কে শাকিব খানকে জিজ্ঞাসা করা হলে শাকিব খান বলেন এই সব ফালতু স্ট্যাটাস সম্পর্কে আমার মাথাব্যাথা নেই। কারন নিপুন হলো দ্বিতীয় সারির নায়িকা । আজ যদি কোন প্রথম সারির নায়িকা এমন স্ট্যাটাস দিতো তাহলে হয়তো কিছুটা অবাক হতাম। প্রসঙ্গত নিপুন শাকিব খানের সাথে বেশ কিছু মুভিতে অভিনয় করে তার মধ্যে পিতার আসন,প্রেমিক নাম্বার ওয়ান। আর এই সব ছবির মধ্যে নিপুন দ্বিতীয় সারির নায়িকার ভুমিকায় অভিনয় করেন।শাকিব খান আরো বলেন ,মনে হয় সে অনুষ্ঠান না দেখেই সে আমার বিরুদ্ধে মনগড়া কথা বলেন।শাকিব খান বলেন,আমাকে ব্যাবহার করে নিজেকে আলোচনায় আনার জন্যে ই সে এমন স্ট্যাটাস দিয়েছে। এটা শাকিব খানের উপযুক্ত কথার জবাব। একজন দ্বিতীয় সারির নায়িকা নিজেকে পরিচিত করার জন্যেই এমন বক্তব্য দিতে পারে সেটাই এই দেশের কোটি কোটি সিনেমা দর্শক আগেই আন্দাজ করতে পেরেছে। আজ শাকিব খানের কথাই তা বাস্তবে প্রতিফলিত হয়েছে। না হয় কোন শিক্ষিত মার্জিত রুচির কোন নায়িকা এমন স্ট্যাটাস দিতে পারেন া। কারন ইন্ডাষ্ট্রিতে আরো তো অনেক নায়িকা আছে । কৈ তারা তো এমন বেশরমের মত স্ট্যাটাস দেয়নি।
নিজেকে আলোচনায় আনার জন্যেই নিপুনের এমন বক্তব্য-live news bangladesh |
সম্প্রতি শাকিব খান বেসরকারী চ্যানেল টুয়েন্টি ফোর এ একটি সাক্ষাতকার দেন । আর ঐ সাক্ষাত কারে শাকিবখান বাংলাদেশের নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন । তারই পরিপ্রেক্ষিতে 3rd class নায়িকা নিপুন তার ফেসবুক একটি হাস্যকর স্ট্যাটাস দিয়ে আলোচনার শীর্ষে উঠেন। সবাই এক বাকে ্য এখন নিপুন কে চেনে। সে স্ট্যাটাস সম্পর্কে শাকিব খানকে জিজ্ঞাসা করা হলে শাকিব খান বলেন এই সব ফালতু স্ট্যাটাস সম্পর্কে আমার মাথাব্যাথা নেই। কারন নিপুন হলো দ্বিতীয় সারির নায়িকা । আজ যদি কোন প্রথম সারির নায়িকা এমন স্ট্যাটাস দিতো তাহলে হয়তো কিছুটা অবাক হতাম। প্রসঙ্গত নিপুন শাকিব খানের সাথে বেশ কিছু মুভিতে অভিনয় করে তার মধ্যে পিতার আসন,প্রেমিক নাম্বার ওয়ান। আর এই সব ছবির মধ্যে নিপুন দ্বিতীয় সারির নায়িকার ভুমিকায় অভিনয় করেন।শাকিব খান আরো বলেন ,মনে হয় সে অনুষ্ঠান না দেখেই সে আমার বিরুদ্ধে মনগড়া কথা বলেন।শাকিব খান বলেন,আমাকে ব্যাবহার করে নিজেকে আলোচনায় আনার জন্যে ই সে এমন স্ট্যাটাস দিয়েছে। এটা শাকিব খানের উপযুক্ত কথার জবাব। একজন দ্বিতীয় সারির নায়িকা নিজেকে পরিচিত করার জন্যেই এমন বক্তব্য দিতে পারে সেটাই এই দেশের কোটি কোটি সিনেমা দর্শক আগেই আন্দাজ করতে পেরেছে। আজ শাকিব খানের কথাই তা বাস্তবে প্রতিফলিত হয়েছে। না হয় কোন শিক্ষিত মার্জিত রুচির কোন নায়িকা এমন স্ট্যাটাস দিতে পারেন া। কারন ইন্ডাষ্ট্রিতে আরো তো অনেক নায়িকা আছে । কৈ তারা তো এমন বেশরমের মত স্ট্যাটাস দেয়নি।
No comments
Post a Comment