একটি গরীব শিশুর মুখে হাঁসি ফুটালেন মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা। এর চেয়ে বড় মানবতাবোধ কার থাকতে পারে?live streaming news online
একটি গরীব শিশুর মুখে হাঁসি ফুটালেন মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা।
মুক্তামনির পাশে প্রধানমন্ত্রী শেখহাসিনা-livenewsbangladesh |
আজ থেকে ১মাস আগে আমার এই সাইটে একটা পোষ্ট দিয়েছিলাম। পোষ্টটি হলো মুক্তামনি নামের একটি মেয়ে বিরল রোগের কারনে খুবেই কষ্ট পাচ্ছে। তখন আমি লিখেছিলাম মেয়েটির করুন আর্তনাদ শুনার মতো কেহ আছে কি?দৈনিক কালের কন্ঠ থেকে আমি মুক্তামনির এই তথ্যটি জানতে পেরেছি। সত্যিই মেয়েটি খুবেই কষ্ট পাচ্ছে। তখন আমার মনে হয়েছিল এই স্বার্থপরের দুনিয়ায় মনে হয় কেহ এই মেয়েটির পাশে দাঁড়াবে না। কিন্তু না আমার বিশ্বাস কে মিথ্যা করে দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মেয়েটির পাশে দাঁড়ালেন। সত্যিই এই যুগে এমন নেত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আজ মেয়েটির হাতের অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচার । প্রধান মন্ত্রী ডাক্তারদের ফোন করে বলেছেন মেয়েটির যে ন সফল অস্ত্রোপচার হয় । যেন হাতের কোন ক্ষতি না হয়।
No comments
Post a Comment