অলরাউন্ডার মেসি এ যেন অবিশ্বাস্য খেলা ! একাই ৫ গোলের দাবিদার ।live streaming news online
অলরাউন্ডার মেসি এ যেন অবিশ্বাস্য খেলা ! একাই ৫ গোলের দাবিদার ।
নেইমারের ক্লাব ছেড়ে যাওয়াায় বার্সা মোটামুটি মনে মনে কখনও শান্তি পাইনি । একটা অতৃপ্তি রয়েই গেছে বার্সার মনে।কিন্তু আজ যখন মেসির দুর্দান্ত হেটট্রিকে এসপানিওলিনকে ৫- ০ গোলে পরাজিত করলো তখন বার্সার কাছে নেই মার যেন কিছুই না। তারা হতভম্ব মেসির দুর্দান্ত খেলায় । নেইমারের বদলায় যে খেলেছিলো সে ডেম্বেলে মাত্র ২৫ মিনিট খেলে নেইমার এর চেয়ে ভালো খেলেছে বলে প্রসংশা কুড়িয়েছেন।
No comments
Post a Comment