৪ গাড়ী পুলিশের সামনে মর্মান্তিক ভাবে নগ্ন করে পিটিয়ে মারা হলো নারীকে।live streaming news online

৪ গাড়ী  পুলিশের সামনে মর্মান্তিক ভাবে নগ্ন করে পিটিয়ে মারা হলো নারীকে।
পুলিশের সামনে  নগ্ন করে পিটিয়ে মারা হলো নারীকে-livenewsbangladesh, 


নগ্নকরে পিটিয়ে মারা হলো এক নারীকে । খুবেই দু:খের বিষয় তখন ৪ গাড়ী পুলিশ উপস্থিত ছিল। ঐ নারীর নাম ওতেরা বেগম।ঐনারীর বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে।নারীটি ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ী থেকে বাপের বাড়ী যাচ্ছিল।যাওয়ার পথে ভুল করে পাশ্ববর্তী গ্রাম সেকেন্দ্রা অঞ্চলে ঢুকে পড়লে সেখানকার স্থানীয় জানোয়ার রুপি জনগন তাকে ছেলেধরা বলে বেদম পিটুনি দেয়। মোহর শেখ নামের এক ফেস বুক ব্যাবহার কারী র মাধ্য মে বাংলাদেশের মানুষ প্রথম জানতে পারে । ঐ ফেসবুক ব্যাবহারকারী লিখেছেন,মর্মান্তিক ভাবে মেরে ফেলা হলো ঐ নারীকে । চুল কেটে ,নগ্ন করে মর্মান্তিকভাবে হত্যা করা হয় ঐ নারীকে। পাশে ৪ গাড়ী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা উপভোগ করেছে। খুবেই মর্মান্তিক পুলিশ  এই নিরব থাকা। এই ভাবে পুলিশের সামনে একজন নারী কে পিটিয়ে নগ্নকর মেরে ফেলা হচ্ছে অথচ পুলিশ নিরব। এই পুলিশ রা কি মানুষ না জানোয় ার?একজন ফেসবুক ব্যাবহার কারী হিসেবে এই পুলিশদের বিচার চাই।

No comments

Social Icons

Featured Posts

Sample text

Sample Text

ad

ad

ad

http://livenewsbangladesh.blogspot.com/. Theme images by Bim. Powered by Blogger.