পরনের শাড়ি মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দেওয়া,নিজের বলে কিছু নেই---------প্রধানমন্ত্রী শেখ হাসিনা।live streaming news online
পরনের শাড়ি মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দেওয়া,নিজের বলে কিছু নেই---------প্রধানমন্ত্রী শেখ হাসিনা।live streaming news online
পরনের শাড়ি মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দেওয়া,নিজের বলে কিছু নেই-livenewsbangladesh, |
প্রধানমন্ত্রী আজ সংসদে দেড় ঘন্টা বক্তব্য দেন।বক্তব্যের প্রথমে তিনি বলেন, আমি ক্ষমতা কে কখনও ভোগ বিলাসে পরিনত করিনি। ক্ষমতায় এসে কোন গাড়ীতে চড়বো,কোন ব্যান্ডের শাড়ী পরব এসব চিন্তা করিনা।প্রধান মন্ত্রী বলেন নিজের পরনের শাড়ী টা পর্যন্ত আমার মেয়ের দেওয়া । মেয়ের বন্ধুদের সাথে সোনার গাঁ গিয়েছিলাম । সেখানে মেয়ে আামাকে কিনে দিয়েছে। দাম চেয়েছিলো সাড়ে ছয় হাজার টাকা পরে ছয় হাাজার টাকা দিয়ে কিনেছে।প্রধান মন্ত্রী বলেন ,বাংলাদেশ েএখন বিদেশিদের কাছে উন্নয়নের রোল মডেল। বিদেশে গেলে তারা জানতে চায় উন্নয়ন কিভাবে হয়েছে। এটা কোন ম্যাজিক নয়। আমরা রাজনীতি তে এসেছি ভোগ বিলাসের জন্য নয় আমরা রাজনীতি তে এসেছি বাংলার জনগনের জন্যে। প্রধান মন্ত্রী শেখ হাসিন া আরো বলেন,আজকে প্রধান মন্ত্রী আছি .কালকে না থাকলে চলে যাবো।গাড়ীতে ও চড়তে পারি ,ভ্যানেও চড়তে পারি ,রিক্সায় চড়তে পারি আবার পায়ে ও হাঁটতে পারি। সবই আমরা পারি।প্রধানমন্ত্রী হিসেবে বিমানের ফাস্ট ক্লাসে চড়ি আবার ক্ষমতায় না থাকলে ইকনোমি ক্লাসে চড়ব। আমরা সব কিছুর জন্যে প্রস্তুত। সূত্র:প্রথম আলো।
No comments
Post a Comment