বিরোধীদলীয় নেতা মওদুদ আহম্মেদকে বাড়ী থেকে উচ্ছেদ করা হলো| কি আর করবো রাতে ফুটপাথে শুয়ে থাকবো live streaming news online
বিরোধীদলীয় নেতা মওদুদ আহম্মেদকে বাড়ী থেকে উচ্ছেদ করা হলো
কি আর করবো, রাতে ফুটপাতে শুয়ে থাকব-livenewsbangladesh |
ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ এর গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে রাজউক।বুধবার দুপুরে বিশেষ ম্যাজিষ্ট্রেট ওয়ালিউর রহমান নেতৃত্ব দিয়ে বাড়িতে অভিযান শুরু করে।মওদুদ আহম্মেদ বলেন আমি বিরোধী দলে আছি তাইআমার বাড়ি উচ্ছেদ করা হলো । তিনি আরো বলেন ,আমি এখন আইনের আশ্রয় নিব।মওদুদ আহম্মেদ এর বাড়ী উচ্চেদ এর সময় অনেক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুই টি ট্রাক এ করে মওদুদ আহম্মেদ এর বাড়ীর মালামাল নিয়ে গেছে রাজউক। তবে রাজউক মালামাল গুলো কোথায় নিয়ে গেছে তা মওদুদ আহম্মেদ জানাতে পারেননি। সাংবাদিকদের এক প্রশ্নে র জবাবে মওদুদ বলেন আমি কোথায় যাব ,ফুটপাথে শুয়ে থাকব।
No comments
Post a Comment