হয়তবা কাতারের ডাল ,চাল বাংলাদেশীদের ভাগ্যে নাও থাকতে পারে।তবে কি কাতার থেকে বাংলাদেশীরা ফেরত আসছে?live streaming news online
হয়তবা কাতারের ডাল ,চাল বাংলাদেশীদের ভাগ্যে নাও থাকতে পারে।তবে কি কাতার থেকে বাংলাদেশীরা ফেরত আসছে?
তবে কি কাতার থেকে বাংলাদেশীরা ফেরত আসছে-livenewsbangladesh |
সৌদি আরব,বাহরাইন,মিশর,সংযুক্ত আরব আমিরাত সহ বাকী যে ৩টি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক না রাখার যে ঘোষনা দিয়েছে তা খুবেই দু:খজনক।মুসলিম হয়ে মুসলামদের সাথে সম্পর্কচ্ছেদ এটা কোন মতে আমি মেনে নিতে পারিনা।কেন মুসলমানরা এত খারাপ?যাহোক কুটনীতিক সম্পর্ক ছিন্ন করার পর তারা এখণ কাতারকে অর্থনীতিক ,বানিজ্যিক চাপের মুখে রেখেছে।জল-স্থল -বিমান সহ সব পথ বন্ধ করে দিয়েছে। আর এই সব ঘটনার পর এখণ আশংকা করা হচ্ছে কাতার কি বাংলাদেশীদের তাদের দেশে রাখবে না কি বাংলাদেশীদের ফেরত পাঠাবে?কাতারে কর্মরত প্রায় ৩ লাখ বাংলাদেশী।তাদের মধ্যে ভয় তৈরী হয়েছে না জানি তাদের কে কাতার ফেরত পাঠায়। এই দিকে দুইজন নির্মান শ্রমিক জানিয়েছে তাদেরকে বলে দিয়েছে আজ থেকে তারা যেন আর কাজে না যায়।
No comments
Post a Comment