গত ৮৬ বছরে একমিনিটের জন্যেও কোরআন তেলোয়াত বন্ধ হয়নি মোঘল আমলের মসজিদ ধনবাড়ির মসজিদে।live streaming news online
গত ৮৬ বছরে একমিনিটের জন্যেও কোরআন তেলোয়াত বন্ধ হয়নি মোঘল আমলের মসজিদ ধনবাড়ির মসজিদে।
মোঘল আমলের মসজিদ নবাব প্যালেস মসজিদ । যা অবস্থিত টাঙ্গাইলে। এই মসজিদ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই । তার উপর আপনি যখন শুনবেন এই মসজিদে ২৪ ঘন্টার মধ্যে ১ মিনিটের জন্যে ও কোরআন তেলোয়াত বন্ধ হয়নি।তখন আপনি নিশ্চয়ই আশ্চর্য্য না হয়ে পারবেনা।হা তা সত্য । আর ১৯১৯ সাল থেকেই এই মসজিদে ২৪ ঘন্টার জন্যে ১ মিনিটের জন্যে ও তেলোয়াত বন্ধ হয়নি। উক্ত মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট । মসজিদ টি ১০ কাঠা জমির উপর অবস্থিত । এই মসজিদে ৭ জন কারি রয়েছে । যারা ২৪ ঘন্টা সিডিউল অনুযায়ী কোরআন তেলোয়াত করে।যা সত্যিই অবিশ্বাস্য।source: http://www.kalerkantho.com
No comments
Post a Comment