দয়া করে আমাকে ভালো করে দিন ,আমি স্কুলে যাব --৯বছরের এক শিশুর আর্তনাদ শুনার মতো কেহ আছে কি?

দয়া করে আমাকে ভালো করে দিন ,আমি স্কুলে যাব  --৯বছরের এক শিশুর আর্তনাদ শুনার মতো কেহ আছে কি?


কেহ বলছে হাড়ে যক্ষা ,কেহ বলছে ইনফেকশন,কেহ বলছে রক্ত টিউমার । একেক ডাক্তার একেকরকম বলছে । কিন্তু মুক্তা নামের মেয়েটির আসলে কি রোগ কেহ আজ ও ধরতে পারেনি।বছরের পর বছর চলছে উচ্ছক্ষমতাধর এন্টিবায়োটিক ।তাতে ও কোন লাভ হয়নি ।চিকিৎসক রা কোন রোগেই ধরতে পারছেনা। অথচ মেয়েটি কষ্ট পাচ্ছে। তার ডান হাতের বিশাল আকৃতির মাংসপিন্ডে এখন পচন ধরেছে। তাতে দুর্ঘন্ধ চড়াচ্ছে।পোকা ধরেছে।প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে মেয়েটি। মুক্তা নামের মেয়েটির বাড়ি সাতক্ষিরা  উপজেলা বাদশাহ গ্রামের দক্ষিন কামারবায়সা গ্রামে।তার বাবার নাম  ইব্রাহিম হোসেন ।তার বাবা এই পর্যন্ত দশলক্ষ  টাকা খরছ করে ফকির হওয়ার পথে তবু ও মেয়েটির রোগ ভাল হচ্ছেনা। একজন সাধারন মুদির দোকানদারের  পক্ষে আর কিবা করার আছে। মেয়েটি কে অন্ধকার   একটি ঘরের মধ্যে রাখা হয়েছে । সেখান থেকে মেয়েটি শুধু বলছে আামাকে ভালকরে দিন আমি স্কুলে যাব।----------------------------------আমি খুব কষ্ট পাচ্ছি । কিন্তু আমার ও বা কি বা করার আছে। সূত্র:দৈনিক কালের কন্ঠ।

No comments

Social Icons

Featured Posts

Sample text

Sample Text

ad

ad

ad

http://livenewsbangladesh.blogspot.com/. Theme images by Bim. Powered by Blogger.