পুলিশ কনষ্টেবল পারভেজ এখন রিয়েল হিরো যার সাহসিকতায় বেঁচে যায় অর্ধশত যাত্রী।live streaming news online
পুলিশ কনষ্টেবল পারভেজ এখন রিয়েল হিরো যার সাহসিকতায় বেঁচে যায় অর্ধশত যাত্রী।
গতকাল শুক্রবার বেলা ১১টায় হঠাৎ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকা থেকে মতলবগামী একটি বাস ’মতলব এক্সপ্রেস’নিয়ন্ত্রন হারিয়ে দাউদকান্দি- গৌরিপুরের পার্শ্ববর্তির ডোভায় পড়ে যায়।এ সময় জনতা গাড়ীটি ডোভায় পড়ে যেতে দেখেছে। কিন্তু কেহ ডোভায় নামতে সাহস পায়নি।
ঠিক তখনি ফেরেশতার মত হাজির হয় কনষ্টেবল পারভেজ।তিনি তখন দায়িত্বরত অবস্থায় ছিলেন গৌরিপুরে।বাসটি যখন ডোভায় ডুভে যায় তখন দায়িত্বরত পারভেজ জীবনের মায়া না করে ডোভায় লাফিয়ে পড়ে । পানির মধ্যে ডুভদিয়ে দ্রুত গাড়ীর সমস্ত জানালার কাঁচ একে একে ভেঙ্গে ফেলেন।জানালার কাঁচ ভেঙ্গে দিলে যাত্রীরা দ্রুত গাড়ী থেকে বের হয়ে আসে । এতেই থেমে থাকেন না ।পানি তে ডুভ দিয়ে ৬ মাস বয়সী একটি শিশু সহ মোট ১২ জন নারীকে অক্ষত অবস্থায় উপরে তুলে আনেন।পরিশেষে তার বুদ্ধিমত্তায় জীবিত উদ্ধার হলো শিশু সহ প্রায় অর্ধশত যাত্রী। এমন সাহসী ও নিবেদিত লোককে সেলুট জানাই আমি।
পুলিশ কনষ্টেবল পারভেজ এখন রিয়েল হিরো -live news bangladesh |
গতকাল শুক্রবার বেলা ১১টায় হঠাৎ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকা থেকে মতলবগামী একটি বাস ’মতলব এক্সপ্রেস’নিয়ন্ত্রন হারিয়ে দাউদকান্দি- গৌরিপুরের পার্শ্ববর্তির ডোভায় পড়ে যায়।এ সময় জনতা গাড়ীটি ডোভায় পড়ে যেতে দেখেছে। কিন্তু কেহ ডোভায় নামতে সাহস পায়নি।
ঠিক তখনি ফেরেশতার মত হাজির হয় কনষ্টেবল পারভেজ।তিনি তখন দায়িত্বরত অবস্থায় ছিলেন গৌরিপুরে।বাসটি যখন ডোভায় ডুভে যায় তখন দায়িত্বরত পারভেজ জীবনের মায়া না করে ডোভায় লাফিয়ে পড়ে । পানির মধ্যে ডুভদিয়ে দ্রুত গাড়ীর সমস্ত জানালার কাঁচ একে একে ভেঙ্গে ফেলেন।জানালার কাঁচ ভেঙ্গে দিলে যাত্রীরা দ্রুত গাড়ী থেকে বের হয়ে আসে । এতেই থেমে থাকেন না ।পানি তে ডুভ দিয়ে ৬ মাস বয়সী একটি শিশু সহ মোট ১২ জন নারীকে অক্ষত অবস্থায় উপরে তুলে আনেন।পরিশেষে তার বুদ্ধিমত্তায় জীবিত উদ্ধার হলো শিশু সহ প্রায় অর্ধশত যাত্রী। এমন সাহসী ও নিবেদিত লোককে সেলুট জানাই আমি।
No comments
Post a Comment